Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

          সমবায়কে উন্নয়নমুখী ও টেকসই করার জন্য সমবায় অধিদপ্তরের কাজের ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলার ভিত্তি প্রস্তুতের ক্ষেত্রে মেট্রোপলিটন থানা সমবায় কর্মকর্তা, বোয়ালিয়া, রাজশাহী বিগত ০৩ (তিন) বৎসরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। কর্মকর্তাগণের উদ্ভাবনী প্রয়াসের ফলে সমবায়কে আরও গণমানুষের সংগঠনে পরিণত করতে ও এর গুণগত মান উন্নয়নে এ বিভাগে উৎপাদনমুখী ও সেবাধর্মী সমবায় গঠন, সমবায় উদ্যোক্তা সৃষ্টির কৌশল অবলম্বন, সমবায় পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে সহায়ক ভূমিকা পালন করতে সক্ষম হয়। বিগত তিন বছরে মোট ১৯টি নতুন সমবায় সমিতি গঠন এবং ৩৯০ জনকে নতুনভাবে সমবায়ে সদস্যভুক্ত করা হয়েছে। ২০১৯-২০২০ সনে ১২০টি, ২০২০-২০২১ সনে ১০৭টি এবং ২০২১-২০২২ সনে ১০৭টি  সমবায় সমিতির নিরীক্ষা সম্পন্ন করা হয়। ভ্রাম্যমান টিমের মাধ্যমে ৪০০ জন সমবায়ীকে চাহিদা ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়াও আই.জি.এ প্রশিক্ষণ ২৫ জন মহিলাকে প্রদান করা হয়েছে। চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও ঋণ প্রদানের মাধ্যমে ৯০ জনের স্ব-কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ‘রূপকল্প ২০২১’ ‘এস ডি জি’ অর্জন এবং ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আলোকে সমবায় অধিদপ্তর কর্তৃক গৃহীত উন্নয়ন প্রকল্পের কিছু কার্যক্রম এ দপ্তরে বাস্তবায়ন করা হচ্ছে। বাস্তবায়িত ও চলমান এ সকল প্রকল্পগুলোর মাধ্যমে বিগত ০৩ বছরে ২৪৪ জন মহিলাকে স্বাবলম্বী করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর দপ্তরের আশ্রয়ণ প্রকল্পের আওতায় ক্রমপুঞ্জিভূত ৩৫,৬০,৪৫০/- টাকা ঋণ বিতরণ এবং ৩৩,৮০,৪৭০/-  টাকা আদায় করা হয়েছে। আদায়ের হার ৯৫%। উল্লেখ্য যে, উন্নতজাতের গাভীপালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবন যাত্রার মান উন্নয়ন প্রকল্প দাদনকৃত ঋণ ১৯৭.৭৮/-টাকা (লক্ষ টাকায়), আদায়যোগ্য ঋণ ২২৬.০০/- টাকা (লক্ষ টাকায়)। আদায়ের হার ৯৭.৫১% (লক্ষ টাকায়)।